নড়াইল অফিস :
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত, এক পলাতক আসামী গেফতার হয়েছে। গোপনে সংবাদ পেয়ে শুক্রবার ( ৪ডিসেম্বর) বিকালে কালিয়া উপজেলার বড়নাল বাজার থেকে তাকে গেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাকির হোসেন কালিয়ার চন্ডিনগর গ্রামের বাসিন্দা। ২০১৭ সালের ২৮জুন বেনাপোল ভবেরবেড় এলাকায় হেরোইনসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়।
সেই মামলায় কিছু দিন কারা ভোগের পর জাকির, জামিনে মুক্ত হয়ে আর হাজির হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঐ মামলায় যশোর তৃতীয় জেলা ও দায়রা জজ আদালত একমাত্র আসামী জাকিরের, অনুপস্থতিতে চলতি বছরের গেল ১২মার্চ তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের পাশাপাশি ১০হাজার টাকা জরিমানার আদেশ দেন। এ সংক্রান্ত গ্রেফতারি পরয়ানা পেয়ে ডিবি নড়াইল ইউনিটের এ এস আই মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে, শুক্রবার জাকিরকে ডিবি’র একটি দল গ্রেফতার করতে সক্ষম হয়। রাতেই তাকে যশোর পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
s