হোম অন্যান্যসারাদেশ নড়াইলে কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনে উৎসব মুখর পরিবেশের মধ্যে চলছে ১২ থেকে ১৮ বছরের নিচে করোনা প্রতিরোধের টিকা প্রদান

নড়াইল অফিস :

নড়াইলে কোন প্রকার সামাজিক দূরত্ব না মেনে উৎসব মুখর পরিবেশের মধ্যে চলছে ১২ থেকে ১৮ বছরের নিচে ছাত্রছাত্রীদের করোনা প্রতিরোধের টিকা প্রদান।

গত ২৬ নভেম্বর থেকে নড়াইল নার্সিং কলেজে এ টিকা কার্যক্রম শুরু হয়েছে। তবে সামাজিক দুরত্বের বিষয়ে কথা সিভিল সার্জন কোন কথা বলতে চাননি , এ ব্যাপারে তিনি শুধু বলেন সংশ্লিষ্ট স্কুল মাদ্রাসার প্রধানদের আমরা বলেছি, সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা গ্রহন করতে। তাদের ছাত্রছাত্রীদের তারায় বলবে। দায়িত্ব তাদের।

টিকা প্রদানে অন্য বিষয়ে সিভিল সার্জন বলেন , জেলায় স্কুল কলেজ ও মাদ্রাসার মোট ৭১ হাজার ছাত্রছত্রীদের এ টিকা প্রদানের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৫৭ হাজার ৬২২জন ছাত্রছত্রীদের এ টিকা প্রদান করা হয়েছে,যা শতকরা হিসাবে প্রায় ৮১% । আগামী দুই দিনের মধ্যে সকলকে প্রথম ডোজ দেওয়া শেষ হবে। এরপর দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।

তবে ইতিমধ্যে প্রায় ১০হাজার ছাত্রছত্রীদের প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এদিকে টিকা নিতে আসা ছাত্রছাত্রীরা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে টিকা গ্রহন করতে পেয়ে খুশি। তারা এক সঙ্গে এত ছাত্রছাত্রী একত্রে হতে পেরে ও দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকে শেষে টিকা পেয়ে তারা আনন্দিত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন