হোম খুলনানড়াইল নড়াইলে কৃষি বিভাগের প্রনোদনার ১২শ নারিকেল চারা বিতরন

নড়াইল অফিস:

২০২৩-২৪ অর্থবছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় ১২’শ কৃষকের মাঝে ৫টি করে নারিকেল চারা বিতরন করেছে কৃষি বিভাগ।

সোমবার(১০জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্ত¡রে বিনামূল্যে এসব চারা বিতরন ও আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার,বিশেষ অতিথি ছিলেন হুইপ মাশরাফি বিন মোর্ত্তজার ব্যক্তিগত সহকারী মো.জাহিদুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো.রোকনুজ্জামান তার বক্তব্যে বলেন ,নারিকেলের ভালো ফলন পেতে হলে পরিচর্য্যা করতে হবে। শুধু রোপন করলেই ভালো ফল পাওয়া যাবেনা। কি ভাবে রোপন করলে ভালো ফলন পাওয়া যাবে এ বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন,নারিকেলের চারা লাগিয়ে এত যতœ নিতে হয় এ বিষয়ে আমাদের ভালো ভাবে জানা ছিল নাই। একটি নারিকেল কাছে ভালো ফলন পেতে হলে ৩৫ টি পাতা অবশ্যই থাকা লাগবে। একটি ফল গাছ থেকে ভালো ফলন পেতে হলে কিছু নিয়ম নীতি আছে যা মেনে চলতে হবে। অবশ্যই পরিচর্য্য করতে হবে।

আলোচনা শেষে প্রতিজন কৃষককে ৫ টি করে মোট ১২’শ কৃষক পরিবারে ৬ হাজার চারা বিতরন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন