হোম খুলনানড়াইল নড়াইলে কাজ করে না দেয়ায় চুরির অপবাদ দিয়ে দিনমজুরকে বাড়িতে পিলারে বেঁধে পিটিয়ে গুরুত্বর জখম

নড়াইল অফিস:

নড়াইলে কাজ করে না দেয়ায় পান চুরির অপবাদ দিয়ে এক দিনমজুরকে বাড়ি ধরে নিয়ে পিলারে বেঁধে পিটিয়ে গুরুত্বর জখমের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২ডিসেম্বর) রাতে নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাকিব শেখ নামে ঘটনার শিকার ঐ দিন মজুর যুবককে স্বজনরা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে। ভুক্তভোগী ও তার স্বজনরা এ ঘটনার বিচার দাবি করেছে। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী ও তার স্বজনরা জানায়, চিলগাছা রঘুনাথপুর গ্রামের নারায়ন চঁন্দ্রর ছেলে নিতাই চন্দ্রঁ তার প্রতিবেশি দিন মজুর রকিব শেখকে বাড়িতে কাজ করে দেয়ার কথা বলে কিন্তু নিতাই কাজ করিয়ে পারিশ্রমিক ঠিকমতো না দেয়ায় রকিব নিতাইয়ের কাজ না করে অন্যত্র কাজে যায়। এতে ক্ষুদ্ধ হয়ে এলাকার প্রভাবশালী নিতাই লোকজন নিয়ে শুক্রবার রাতে রাকিবকে ধরে নিয়ে পান চুরির অপবাদ দিয়ে বাড়ির পিলারের সঙ্গে বেঁধে পিটিয়ে গুরুত্বর যখম করে ফেলে রাখে। পরে রকিবের স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। রাকিব একই উপজেলার শালিখা গ্রামের লতিফ শেখের ছেলে। তিনি চিলগাছা রঘুনাথপুর গ্রামে মফিজ খানের বাড়ি স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া থেকে দিন মজুরির কাজ করেন। ভুক্তভোগীও তার স্বজনরা এ ঘটনার বিচার দাবি করেছেন। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন