নড়াইল অফিস:
নড়াইল-০১ আসনে আওয়ামীলীগ প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি নৌকা প্রতীক আর তার স্ত্রী চন্দনা হক পেলেন ঈগলপাখি। এই আসনে জাতীয় পার্টির মিল্টন মোল্যা লাঙ্গল,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো.নজরুল ইসলাম হাতুড়ী,জাতীয় পার্টি-জেপি’র শামিম আরা পারভীন(ইয়াসমীন)বাই সাইকেল,তৃনমূল বি এনপি প্রার্থী শ্যামল চৌধুরী পেয়েছেন সোনালী আশ। নড়াইল-০২ আসনে হেভিওয়েট প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা পেয়েছেন নৌকা।
জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান লাঙ্গল, বাংলাদেশের পাটির শেখ হাফিজুর রহমান হাতুড়ি, গণফ্রন্ট এর লতিফুর রহমানের মাছ,ইসলামী ঐক্যজোট-আই ও জে মো.মাহাবুবুর রহমান এর মিনার, এনপিপি র মো.মনিরুল ইসলাম পেয়েছেন আম মার্কা। এই আসন থেকে জাকের পার্টির মো.মিজানুর রহমান ১৭ ডিসেম্বর দুপুরে প্রার্থীতা প্রত্যাহার করেছেন। দুটি আসনে মনোনয়ন জমা দেয়া মোট ১৬ প্রার্থীর মধ্যে ১২ জন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে নড়াইল-০১ আসনে ৬ জন এবং নড়াইল-০২ আসনে ৬ জন।