অনলাইন ডেস্ক :
করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা, নারায়নগঞ্জ, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে তিনটি ট্রাকে বোঝাই করে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় যাওয়ার সময় ৭৩ জন ইটভাটা শ্রমিককে দেবহাটায় আটক করে স্ব স্ব উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এরা সকলেই সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার চাঁদপুর ও সখিপুর এলাকা থেকে থানা পুলিশের সহায়তায় ঢাকা, নারায়নগঞ্জ ও ময়মনসিংহ থেকে আসা তিনটি ট্রাকে থাকা ৭৩ জন ইটভাটা শ্রমিককে আটক করে স্থানীয়রা।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশনায় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে আটককৃত ৭৩ জন ইটভাটা শ্রমিককে তাদের স্ব স্ব উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়ার নির্দেশ দেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। একই সাথে নির্দেশনা উপেক্ষা করে এসকল শ্রমিককে সাতক্ষীরার অভ্যন্তরে বিভিন্ন উপজেলায় নিয়ে আসার অপরাধে মোবাইল কোর্টে ট্রাকের চালকদের ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন বলেন, আটককৃত ৭৩ জন কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ঢাকা, নারায়নগঞ্জ ও ময়মনসিংহে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো। সাম্প্রতিক পরিস্থিতিতে সেখানকার ইটভাটাগুলো বন্ধ ও এলাকায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় তারা গোপনে ট্রাকে করে এলাকায় ফিরছিলো। দেবহাটায় তাদেরকে আটকের পর পুলিশ পাহারায় স্ব স্ব উপজেলায় পাঠিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ট্রাকের চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।