মাহমুদুল হাসান শাওন, দেবহাটা:
ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত শিক্ষাবিদ, শিক্ষা সংষ্কারক ও সমাজহিতৈষী পীর কেবলা শাহসুফী হযরত খানবাহাদুর আহছানউল্লা (র:) এর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আয়োজিত বিভিন্ন সেবামুলোক কার্যক্রমের অংশ হিসেবে নলতায় ফ্রি চক্ষু চিকিৎসা শিবির’র উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ এবং নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় নলতা শাহীবাগে আয়োজিত এ ফ্রি চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এসময় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. কাজী আলী আযম, যুগ্ম সাধারণ সম্পাদক আইডিয়াল পরিচালক মো. নজরুল ইসলাম প্রমুখ।
এসময় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ, সেবাগ্রহীতা, চিকিৎসক এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।