হোম অন্যান্যসারাদেশ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ইবির আরবী বিভাগ

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ইবির আরবী বিভাগ

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের ৩০১ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিভাগের নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মালেক, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী, প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলাম ও অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ অন্যন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্যে শিক্ষকরা বলেন, ‘উচ্চশিক্ষা অর্জনে তোমরা এই বিভাগে পড়ার সুযোগ পেয়েছ। তোমাদেরকে এখানে স্বাগতম। আজকে নবীন বরণের মধ্য দিয়ে তোমাদের উচ্চশিক্ষা অর্জনের সফর শুরু হচ্ছে। যে লক্ষ্য নিয়ে তোমরা উচ্চশিক্ষার এই বিদ্যাপীঠে এসেছো, সেই লক্ষ্যে তোমাদের অটুট থাকতে হবে। পড়াশোনা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে পিতামাতার স্বপ্ন ও আশা বাস্তবায়ন করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ নবাগত শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় অনেক বড় জায়গা। এখানে প্রবেশ করলেই একজন শিক্ষার্থী হয়ে যায় আন্তর্জাতিক পর্যায়ের, তার যোগাযোগ স্থাপিত হয় আন্তর্জাতিক অঙ্গনে। এখানে সকল সময়কে মূল্যবান কাজে ব্যয় করতে হবে। বিশ্ববিদ্যালয় নষ্ট এবং ভালো হওয়ার জায়গা। তোমরা ভালো সঙ্গ গ্রহণ করবে।’

তিনি আরও বলেন, ‘তোমরা ক্লাসের লেকচার পুরোটাই নোট করবে। সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে পড়াশোনায়। কেউ ক্লাস ফাঁকি দিবে না। সুপ্ত প্রতিভা বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি-ক্রীড়ায় অংশগ্রহণের জন্য আমি তোমাদেরকে অনুপ্রাণিত করতে চাই। পড়া, পড়া এবং পড়া, এই দিয়ে শেষ করবে বিশ্ববিদ্যালয় জীবন। তোমাদের সামনে এখন অবারিত সুযোগের হাতছানি। সেই অবারিত সুযোগ ধরতে হলে পড়তে হবে।’

এদিকে একই দিনে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি, আইন, আইন ও ভূমি ব্যবস্থাপনা, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও মার্কেটিং বিভাগসহ অন্যান্য বিভাগসমূহেও নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন