হোম বিনোদন নতুন বছরে চমক দেখাবে ‘ভুল ভুলাইয়া ৩’

বিনোদন ডেস্ক:

‘ভুল ভুলাইয়া ২’ এর বক্স অফিস সাফল্যের পর আরও একটি সিক্যুয়েল আনতে চলেছে ভূষণ কুমার এবং আনিস বাজমি। ২০২৪ এই বড় পর্দায় আসতে চলেছে `ভুল ভুলাইয়া ৩’।

বলিউড হাঙ্গামার বরাতে জানা গেছে, ২০২৪ এর ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে `ভুল ভুলাইয়া ৩’র। আর মুক্তি পাবে দীপাবলির সময়।

ভুল ভুলাইয়া ফ্রাঞ্চাইজি বেশ জনপ্রিয়তা পেয়েছে সেই অক্ষয় কুমারের অভিনয় থেকেই। তারপর দ্বিতীয় পর্বে কার্তিকের অভিনয় তো দর্শকের কাছে আলাদা জায়গা করে দিয়েছে এই হরর কমেডিকে। তাই তৃতীয় পর্বে আবারও থাকছেন কার্তিক। কিন্তু পরিবর্তন আসছে নায়িকা চরিত্রে ।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানিয়েছে, `ভুল ভুলাইয়া ৩’র জন্য ইতোমধ্যেই কাস্টিং শুরু করে দিয়েছেন ভূষণ কুমার এবং আনিস বাজমি। গুঞ্জন উঠেছে, তারা এবার কার্তিকের বিপরীতে ভাবছেন সারা আলী খানকে। ‘লাভ আজকাল’ এর পর এই ছবিতে আবারো কার্তিক সারার কেমিস্ট্রি দেখা যাবে নতুন করে।

একটি ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার গল্প বা স্ক্রিপ্টিং। আর সেই স্ক্রিপ্ট লেখার কাজই খুব দ্রুত এগুচ্ছেন ভূষণ- কার্তিকেরা। আসছে বছর ফেব্রুয়ারিতে শ্যুটিং ফ্লোরে ঢুকবে সিনেমাটি। তার আগেই স্ক্রিপ্ট লক করার কাজে চলছে তোড়জোড়।

এই ছবিটি নিয়ে কার্তিক আর সারাও ভীষণ এক্সাইটেড। তারা তাদের ব্যক্তিগত সম্পর্ককে পেশাদারিত্বে রূপ দিতে চাইছে। এতদিন পর আবারো একসাথে এক ফ্লোরে কাজ করবে তারা। মূলত নিজেদের বন্ধুত্বকে অন স্ক্রিন ফিরিয়ে আনতে আগ্রহী দুজনেই । আর সেই সুযোগই দিচ্ছে `ভুল ভুলাইয়া ৩’। আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেলে কাস্টিং অভ্যুত্থানটি হবে টক অফ দ্য টাউন ।

এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বড় হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। এবার এই পরিধিকে আরো বাড়াতে উদগ্রীব নির্মাতারা। আসছে বছর ফেব্রুয়ারি থেকে টানা ৩ মাস ধরে শুটিং চলবে `ভুল ভুলাইয়া ৩’র।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন