হোম খুলনানড়াইল নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবসের র‍্যালি ও আলোচনা

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবসের র‍্যালি ও আলোচনা

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ
“সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা-তুমি পৃথিবী গড়েছো,আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে”
প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, প্রবীণ হিতৈষী সংঘ ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যা লি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যা লি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ হিতৈষী সংঘ, নড়াইলের সভাপতি আলহাজ্ব সামি মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় তরুণ প্রজন্মকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রবীণরা আমাদের সমাজের ভিত্তি এবং তাদের অভিজ্ঞতা আমাদের চলার পথের পাথেয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান প্রমুখ। বক্তারা প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং পারিবারিক জীবনে তাদের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ সমাজ গঠনে সকলের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় তরুণ প্রজন্মকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান, প্রবীণ হিতৈষী সংঘের সাধারন সম্পাদক আলহাজ্জ নূরুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন