হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় সহজেই ভূমিসেবা পাচ্ছেন সেবাপ্রার্থীরা

দেবহাটা প্রতিনিধি:

একদিকে চলমান ভূমিসেবা সপ্তাহ, অন্যদিকে নিরলস কর্মব্যস্ত রয়েছেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার; ফলে ভোগান্তি ছাড়াই সহজে ভূমিসেবা পাচ্ছেন সেবাপ্রার্থীরা। ভূমিসেবা সপ্তাহে দেবহাটা উপজেলার কয়েকশ সেবাপ্রার্থী ইতোমধ্যেই কাঙ্খিত সেবা গ্রহণ করেছেন উপজেলা ভূমি অফিস থেকে। বৃহস্পতিবার সকালে দেবহাটা উপজেলা চত্বরে চলমান ভূমিসেবা সপ্তাহের কার্যক্রম পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উপজেলা ভূমি প্রশাসনের কাছে সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সেবাপ্রার্থীরা।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার বলেন, ভোগান্তি ছাড়াই সহজেই সেবাপ্রার্থীদের কাঙ্খিত ভূমিসেবা প্রদানের জন্য প্রতিবছর ভূমিসেবা সপ্তাহের আয়োজন করা হচ্ছে। দেবহাটাতে যোগদান পরবর্তী সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সার্বক্ষনিক কাজ করে চলেছি। তাছাড়া ভূমি অফিস গুলো দালালমুক্ত করতে সব ধরনের প্রচেষ্টা অব্যহত রয়েছে। দালালদের খপ্পরে পড়ে যাতে করে সাধারণ মানুষ প্রতারিত না হয় সেজন্য সকল সেবাপ্রার্থীকে সরাসরি সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে সেবা নেয়ার জন্যও আহŸান জানান এসিল্যান্ড দীপা রানী সরকার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন