দেবহাটা প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটায় তিন বোতল ভারতীয় মদসহ সেলিম হোসেন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চর রহিমপুর গ্রামের আব্দুস সবুর গাজীর ছেলে।
সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান ও দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদের তত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ’র নেতৃত্বে এসআই হাফিজুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তিন বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী সেলিম হোসেনকে গ্রেফতার করেন।
ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, গ্রেফতার পরবর্তী মঙ্গলবার সকালে সেলিম হোসেনকে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।