হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় বিনামূল্যে সার ও বীজ পেল প্রায় আড়াই হাজার কৃষক

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা মুক্তমঞ্চে কৃৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ প্রণোদনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। সম্মানিত অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ।

উপ-সহকারী উদ্ভিদ অফিসার সীমান্ত কুমারের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এসময় উপজেলার ২৪৩০ জন কৃষকের মাঝে ৪,৪৪০ কেজি গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও খেসারীর বীজ এবং ২০,৭০০ কেজি পিএপি ও ২,৪২৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন