হোম খেলাধুলা তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে যা বলছেন পাপন

তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে যা বলছেন পাপন

কর্তৃক Editor
০ মন্তব্য 63 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে কান পাতলেই গত কিছুদিন শোনা যাচ্ছে প্রশ্নটা- তামিম ইকবাল কি আর ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। যে প্রশ্নের জবাব নেই টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের কাছেও। তামিম ইকবাল নিজেও খোলাসা করে বলছেন না কিছুই। তাই ক্রিকেট সংশ্লিষ্ট কেউ সংবাদ সম্মেলনে আসুক কিংবা জাতীয় দলের খেলার আগের সংবাদ সম্মেলনই হোক, অবধারিত ভাবে প্রশ্ন উঠে আসে তামিমের ভবিষ্যৎ নিয়ে।

৩১ মার্চ অনুষ্ঠিত হবে বিসিবির বার্ষিক সাধারণ সভা। তার আগে আজ শনিবার (৯ মার্চ) বিসিবির কার্যালয়ে বসে পরিচালনা পর্ষদের সভা। সেই সভা পরবর্তী সময়ে গণমাধ্যমের সামনে কথা বলতে আসেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের ক্রিকেটের শীর্ষ ব্যক্তিকে সামনে পেয়ে তামিম ইকবালের প্রসঙ্গও তুলেছেন উপস্থিত গণমাধ্যমকর্মীরা।

সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটির প্রতিবেদনের অংশ দাবি করে বলা হয়, সাকিব আল হাসান নন, বরং কোচ চন্ডিকা হাথুরুসিংহেই দলে চাননি তামিমকে। তামিম-হাথুরুর এই শীতল সম্পর্ক্কে পাশ কাটিয়ে তামিমকে কী ফের জাতীয় দলে দেখা যেতে পারে? এমন প্রশ্ন ছুটে যায় বিসিবি সভাপতি পাপনকে লক্ষ্য করে।

জবাবে তিনি বলেন, ‘সম্ভব কি না, এটা বোঝার জন্য আগে ওনাদের সঙ্গে বসতে হবে। তামিমের সঙ্গে বসাটা বড়ই জরুরি। সে জন্য বলেছি, আগে তামিমের পরিকল্পনা শোনার জন্য। তার পরিকল্পনা জানলে আমরা সামনে অগ্রসর হতে পারব।’

তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ জানতে এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী ও বোর্ডের জ্যেষ্ঠ পরিচালক এনায়েত হোসেনকে দায়িত্ব দিয়েছিলেন বিসিবি সভাপতি পাপন। কিন্তু বিপিএল নিয়ে ব্যস্ততা শেষেই তামিম বিদেশে পাড়ি জমানোয় আর তা সম্ভব হয়নি। অবশ্য শিগগিরই তামিমের দেশে ফেরার কথা,। এরপরেই সেই আলোচনা হতে পারে।

তবে তামিমের সঙ্গে আলোচনা করলেও এই ইস্যুতে হাথুরুসিংহের সঙ্গে বসবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাপন। তিনি বলেন, ‘কোচের কথা যদি বলেন, তাঁর সঙ্গে আলাদা করে বসার কিছু আমি দেখছি না। তামিম যদি খেলতে চায়, অবশ্যই খেলবে। এ ব্যাপারে আবার কোচকে জিজ্ঞেস করার কী আছে?’

পাপন যোগ করেন, ‘দল নির্বাচন, যেটা বোর্ডের একটা নির্বাচক কমিটি আছে, এটার দায়িত্ব ওদের। একাদশে কারা থাকবে, সেটা আবার তারা ঠিক করে না। সেটা মূলত অধিনায়কের সিদ্ধান্ত, সঙ্গে কোচেরও গুরুত্বপূর্ণ মতামত থাকে। কোচ কে হবে, নির্বাচক কে হবে, অধিনায়ক কে হবে, এগুলো পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। এখানে অন্য কে কী বলল, সেটা আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, কিন্তু ওটাই করতে হবে এমন কোনো কথা নেই। সিদ্ধান্ত বোর্ডের।’

গত বছর জুলাইয়ে আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচের শেষে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়ে বসেন তামিম। তবে ঠিক কী কারণে তিনি অবসরের ঘোষণা দিয়েছিলেন তা এখনও জানেন না বলে দাবি করেন পাপন। তিনি বলেন, ‘তামিম যে একটা সিরিজের মাঝখানে একটা ম্যাচ খেলে খেলা ছেড়ে দিল, ওটা যে কেন ছেড়েছে, ওটাই এখনো জানি না। প্রথম সমস্যাই যদি আমরা না জানি, তারপর কী হলো না হলো এগুলোর সমাধান দিতে পারব না। ওটা আগে জানা দরকার। ওর (তামিম) কথাগুলো শোনা দরকার। কেন সে খেলা ছেড়ে দিয়েছিল? এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন