হোম রাজনীতি জাপা ইস্যুতে রওশনপন্থিদের চিঠিতে ইসির না

জাপা ইস্যুতে রওশনপন্থিদের চিঠিতে ইসির না

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

রাজনীতি ডেস্ক:

জাতীয় পার্টির নেতৃত্বের কোন্দলের জেরে রওশনপন্থিদের লিখিত আবেদন নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন (ইসি)।

চিঠিতে দলের চেয়ারম্যান ও মহাসচিবকে পদ থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি দলের গঠনতন্ত্র অনুযায়ী না হওয়ায় ইসি তা নামঞ্জুর করে বলে জানা গেছে।

শনিবার (৯ মার্চ) ইসির উপ-সচিব মো. মাহবুবুল আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এরআগে, সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দেয়া হয়।

দলের (রওশনপন্থিদের) মহাসচিব কাজী মামুনুর রশীদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানের বাসায় দলটির সর্বস্তরের নেতাকর্মীদের জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত ঞয়। এতে সর্বসম্মতিক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

ওই চিঠিতে জানানো হয়, সভায় সবার দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে রওশন এরশাদ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এছাড়া কাজী মামুনুর রশীদকে অন্তর্বর্তী (পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত) মহাসচিব হিসেবে নিয়োগ দেন তিনি।

এদিকে শনিবার (৯ মার্চ) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রওশনপন্থিদের নিয়ে জাতীয় সম্মেলন করে জাতীয় পার্টি।

সম্মেলন থেকে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা দেয়া হয়। এতে দলটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রওশন এরশাদ। পার্টির প্রধান নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, আর কাজী মামুনুর রশীদকে মহাসচিব নির্বাচিত করা হয়। এ ছাড়া জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন