নড়াইল অফিস:
নড়াইল সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় শহরের দুর্গাপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: রেজাউল মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান,আওয়ামী মৎস্যজীবীলীগের জেলা সভাপতি মো: সাইফুল ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: ছমির মোল্যা,কার্যকরী সাধারন সম্পাদক আব্দুল সাত্তার লিন্টু,সাংগঠনিক সম্পাদক আল হাবীব শেখসহ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, তরুণ প্রজন্ম নিয়ে ভালো থাকতে হলে আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।আগামি ৭ জানুয়ারি পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দসই প্রার্থীকে আপনাদের মূলবান ভোট দিয়ে আসবেন। আমাকে আর একবার আপনাদের সেবা করার সুযোগ দিন।আপনাদের পাশে আগেও ছিলাম,ভবিষ্যতেও থাকতে চাই।নির্বাচন নিয়ে অনেকে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করবে।কোন বিভ্রান্তিতে কান না দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে আগামি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা মার্কা বিজয়ী করতে হবে।
বক্তব্য শেষে ইমারত নির্মাণ শ্রমিকদের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ী বিতরণ করা হয়।
এর আগে নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা বেলা ১১টার দিকে তাঁর নির্বাচনী এলাকা নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন এবং গণসংযোগ করেন। ক্রিকেট তারকা মাশরাফীকে দেখতে এলাকার শত শত নারী-পুরুষ রাস্তার দু’ধারে সমবেত হন। এ সময় এলাকার বয়োবৃদ্ধ মুরব্বীদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন তিনি।