কিশোরগঞ্জ প্রতিনিধি :
তফসিল ঘোষণার আগেই সরগরম হয়ে ওঠেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর। বাজারের চায়ের দোকান থেকে শুরু করে পাড়ায় পাড়ায় গুঞ্জন ওঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে। উপজেলার ৬ টি ইউনিয়নে প্রায় অর্ধশত সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন। প্রার্থীদের অনেকেই ইতোমধ্যে সভা- সমাবেশ, সামাজিক ও রাজনৈতিক নানা কর্মকান্ডে জানান দিচ্ছেন তার পরিচিতি। করে যাচ্ছেন মোটরসাইকেল শোডাউন সহ সামাজিক নানা কর্মকান্ড। অন্যদিকে ভোটার পাড়ায় প্রার্থীদের নিয়ে আলোচনা- সমালোচনা চলছে নিয়মিত।
আসন্ন ৫ নং ছয়সূতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীরের ছোট ভাই
মোঃ উজ্জ্বল ভূঁইয়া ৫ নং ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যে জনসাধারণের নজর কেড়েছেন। বিভিন্ন সভা, সমাবেশ ও সামাজিক কর্মকান্ডে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। এ ছাড়া ছয়সূতী ইউনিয়নের বিভিন্ন স্থানে পোষ্টার ব্যানার টানিয়ে অন্যতম চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে পরিচিত করে তুলছেন।
দ্বাড়িয়াকান্দি গ্রামের হাজী মোঃ বশির উদ্দিনের ছেলে উজ্জল ভূঁইয়া। মাধ্যমিক স্তরে পড়াশুনা করছেন বাড়ির অদূরে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে। এরপর মাওলানা কেরামত আলী দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশি উজ্জল ভূঁইয়া। এমপি নাজমুল হাসান পাপনের সু- দৃষ্টিতে, কুলিয়ারচর আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানের হাতকে শক্তিশালী করতে এবং ছয়সূতী ইউনিয়ন বাসীর সেবা করতে তিনি চেয়ারম্যান পদে সকলের দোয়া ও রায় প্রত্যাশা করছেন।
ছয়সূতী ইউনিয়ন পরিষদের নৌকা মার্কায় চেয়ারম্যান পদে রায় প্রত্যাশি উজ্জল ভূঁইয়া বলেন, আমি জনগণের সেবক হতে চাই। আমি জনগণের সুখ- দুঃখে নিয়মিত পাশে থাকতে চাই। চেয়ারম্যান পদে আপনাদের সকলের দোয়া, সমর্থন ও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশী আমি। আমার বড় ভাই আলহাজ্ব জাহাঙ্গীর যেভাবে জনগণের পাশে থেকে নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন। আমিও তেমনি তার মত নিঃস্বার্থ ভাবে ছয়সূতী ইউনিয়নবাসীর পাশে থেকে সেবা করতে চাই।