রাজনীতি ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোরি পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২১ জানুয়ারি) ভোরে উপজেলার বলাইখা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় ভোর ৫টার দিকে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা গ্লোরি পরিবহনের দুটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী নেভানোর চেষ্টা চালান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দেন। তবে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী। পরে টহল পুলিশের সহযোগিতায় পাশে থাকা আরও ১৮টি গাড়ি নিরাপদে সরিয়ে নেয়া হয়।
বাসচালক হৃদয় মিয়া বলেন, রাতে প্রতিদিনের মতো গাড়ি পার্কিং করে রেখে যাই। ভোর সাড়ে ৪টার দিকে খবর পাই গাড়িতে আগুন লেগেছে। এ সময় গাড়িতে থাকা হেলপার তুহিনের হাতে সামান্য দগ্ধ হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। ততক্ষণে পাশে থাকা আরও একটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
বাস মালিক মনির হোসেন (কালু) বলেন, আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখি বাস দুটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে আমি কিছু বলতে পারি না।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান সময় সংবাদকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে পার্কিং করা আরও ১৮টি গাড়ি নিরাপদে সরিয়ে নেয়ায় সেগুলোতে আগুন লাগেনি।
তিনি আরও বলেন, বাস দুটির মালিক, চালক ও হেলপারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি রাতে একটি বাসের হেলপার ভেতরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে বাসে আগুন ধরে যায়। এ সময় ওই বাসের পাশে পার্কিং করা আরেকটি বাসেও আগুন লাগে।
প্রাথমিকভাবে ধারণা করছি, কয়েলের আগুন থেকে অথবা সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তারপরেও এটি নাশকতা কিনা আমরা বিষয়টি তদন্ত করছি।
বাস মালিকদের আমরা বলেছি তারা লিখিত অভিযোগ দিলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে মালিকপক্ষ বলেছে তারা কাউকে সন্দেহ করছেন না। কয়েলের আগুন থেকেই দুর্ঘটনা বলে তাদের ধারণা। ফলে তারা এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি।