হোম অন্যান্যসারাদেশ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও দুস্থ অসহায়রা পেল সাড়ে ৪ হাজার কম্বল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় অসহায় ও দুস্থদের মঝে সাড়ে ৪ হাজার কম্বল বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা ও আগ্রণী ব্যাংকের পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবলু।

আজ শনিবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ২ হাজার কম্বল বিতরণ করেন। পরে তিনি কোটালীপাড়া উপজেলা আওেয়ামী লীগ কার্যালয়ে ২ হাজার ৫ শ’ কম্বল বিতরণ করেন।

এর আগে সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে তিনি ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া মোনাজাত করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা শেখ শিলু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, পাটগাতী ইউনিয়ন চেয়ারম্যান শেখ শুকুর আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা শেখ ওয়ালিদুর রহমান হীরা, গোপালগঞ্জ অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক সমর কুমার রায়,গোপালগঞ্জ শাখার, শাখা ব্যবস্থাপক মোঃ দাউদ আলী, টুংগীপাড়া শাখা ব্যবস্থাপক অসীম কুমার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন