হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছায় দূর্যোগ সহনীয় ঘরের প্লাস্টার উঠে যাওয়ায় নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ

ঝিকরগাছায় দূর্যোগ সহনীয় ঘরের প্লাস্টার উঠে যাওয়ায় নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 119 ভিউজ
 ঝিকরগাছা(যশোর)প্রতিনিধিঃ
 যশোরের ঝিকরগাছায় ’’জমি আছে ঘর নাই’’ প্রকল্পের দূর্যোগ সহনীয় (২ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের দুই কক্ষ বিশিষ্ট) ঘরের প্লাস্টার উঠে যাওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন শের আলী নামের এক ব্যক্তি। তিনি পৌরসদরের ৪নং ওয়ার্ডের মৃত-ইমান আলীর ছেলে। অভিযোগ পত্রের অনুলিপি কপি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ঝিকরগাছা প্রেসক্লাব বরাবর প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, অভিযোগকারীর নিজ নামীয় সম্প্রতি শেষ হওয়া দূর্যোগ সহনীয় ঘরের বিভিন্ন অংশের প্লাস্টার ঝরে পড়ছে।
এছাড়া উচুনিছু থাকার কারনে ঘরের মেঝেতে পানি জমে থাকছে। নিম্নমানের বালু ও সিমেন্ট কম দেয়ার কারনে প্লাস্টার ঝরে পড়ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে সরেজমিনে শের আলীর বাড়িতে গিয়ে তার ঘরের প্লাস্টার উঠার সত্যতা মিলেছে। এসময় শের আলী স্থানীয় সংবাদকর্মীদেরকে জানান ১০ বস্তা বালিতে ১ বস্তা সিমেন্ট দিয়ে মসলা বানিয়ে প্লাস্টার করার কারনে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
অভিযোগ দেয়ায় রাজমিস্ত্রী রাকিবুল ইসলাম ওই বাড়িতে গিয়ে অভিযোগ পত্র তুলে নিতে চাপ সৃষ্টি করেছেন বলে শের আলী জানান। এদিকে অভিযোগ পাওয়ার সাথে সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস সরেজমিনে গিয়ে ত্রুটিপূর্ন স্থান নিজ খরচে পুনরায় প্লাস্টার করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে অবহিত করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত রহমান জানিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস জানান, ঝিকরগাছা উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ”জমি আছে ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মান” প্রকল্পের এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয়সহ ৩ শত ৩৪ টি গৃহ নির্মাণ প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। তবে কিছু কিছু ঘরের অল্প কাজ বাকি আছে। যা দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন