ঝিকরগাছা প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন এর নির্দেশনায় সামজিক দূরত্ব বজায় রেখে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ১৫ আগস্ট ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ করা হয়েছে।
উক্ত আলোচনা, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন। এসময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ঘাতকের নির্মম বুলেটে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। এবং ২০০৪ সালের ২১ শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তারেক রহমানসহ যারা এই নৃশংস হামলার সাথে জড়িত সকলের কঠিন শাস্তি দাবি করেন।
উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ছেলিমুল হক সালাম ও যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ শারীরিক ভাবে অসুস্থ থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর যশোর জেলা শাখার যুগ্নআহবায়ক শাওন রেজা খোকা, সাবেক উপজেলা যুবলীগের সহসভাপতি আজগর আলী, যুবলীগ নেতা মোকলেছুর রহমান কেটি, পৌর যুবলীগের যুগ্নআহবায়ক কামরুজ্জামান মিন্টু, মালেক গাজী, ইমামুল হোসেন, হাজিরবাগ ইউনিয়ন যুবলীগের নেতা জাকির হোসেন, নয়ন খান , শংকরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্নআহবায়ক জাহিদ হাসান পলাশ, যুগ্নআহবায়ক মোঃ কাজল ইসলাম, যুগ্নআহবায়ক সাকাওয়াত হোসেন, যুগ্নআহবায়ক শাহিন কবির, আরিফুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার রফিকুল ইসলাম বাবলু,বাঁকড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন, যুগ্নআহবায়ক মনিরুজ্জামান খান পলাশ, যুগ্নআহবায়ক সর্দার কবির সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠান সম্পন্ন করেন উলাকোল ইমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ সাইদুর রহমান। উক্ত আলোচনা দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শংকরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক মোঃ কাজল ইসলাম, সঞ্চালনায় ছিলেন যুগ্নআহবায়ক জাহিদ হাসান পলাশ, পরিচালনায় ছিলেন শাহিনুর রহমান ওসি।
