মাগুরা অফিস :
জাতির জনকের বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে মাগুরা বিচার বিভাগের আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা জজ আদালতের লিগ্যাল এইড চত্বরে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামরুল হাসান। বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক প্রণয় কুমার দাশ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন, চীফ জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন অন্যরা।
আলোচনাসভায় জাতির পিতার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকলকে সততার সাথে কাজ করার আহবান জানান বক্তরা। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
s