স্পোর্টস ডেস্ক:
গত বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগে সমস্যা আরও গুরুতর হয়। চশমা পরেও অনুশীলন করেছেন সাকিব। চোখের সমস্যার প্রভাব পড়েছে সাকিবের পারফরম্যান্সেও।
এবারের বিপিএলে শুরুর দিকের বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে বেশ হিমশিম খেয়েছেন সাকিব। কয়েকটি ম্যাচে ব্যাটিং-ই করেননি তিনি। আর ব্যাটিং করলেও করেছেন ৯-১০ নম্বরে। তবে বোলিংয়ে খুব একটা অসুবিধায় পড়তে হয়নি তারকা অলরাউন্ডারকে। চোখে সমস্যা নিয়েও নিজের চেনা ছন্দে ছিলেন সাকিব।
নামটা যখন সাকিব আল হাসান, তখন কোনো সমস্যাই যেন কিছু নয়। চোখের সমস্যা নিয়েই সাকিব ব্যাট হাতেও ফর্মে ফিরলেন। গত তিন ম্যাচে ব্যাটিংয়ে নেমে ১৩০ রান করেছেন সাকিব। প্রতিটি ম্যাচে স্ট্রাইক রেট ছিল ২০০’র কাছাকাছি বা এর বেশি। অথচ এই সাকিবই নাকি কয়েক দিন আগে চোখে সমস্যার কারণে ঠিকঠাক বল দেখছিলেন না।
সাকিবের চোখের সমস্যার বিষয়টি জানতেন না তার বিদেশি সতীর্থ জিমি নিশাম। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এই বিষয়ে জেনে কিছুটা হাস্যরস করেন এই কিউই অলরাউন্ডার। তার মতে, সাকিব এক চোখেও বোলিং করতে পারবেন।
চোখের সমস্যা নিয়ে এমন দুর্দান্ত পারফরম্যান্স করা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে নিশাম বলেন, ‘গত ম্যাচে দেখে তো মনে হয়েছে, উল্টো তাকে সাহায্য করছে। হয়তো এক চোখে খেলাই তার জন্য সহজ (হাসি)। সে দারুণ একজন ক্রিকেটার। আমি জানি না তার চোখে কী সমস্যা। এই প্রথম আমি খবরটা শুনলাম। সে যা–ই করছে, তা-ই করতে থাকুক। কারণ, এটা কাজে দিচ্ছে (হাসি)। সে যদি চোখে না–ও দেখে, তারপরও বোলিং করতে পারবে। তাতেও সে ভালো করবে।’
সাকিবের প্রসঙ্গে নিশাম আরও বলেন, ‘সে আমাদের হয়ে দুর্দান্ত খেলছে। দলে তার থাকা মানে দুজন খেলোয়াড় থাকা। সে অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন এবং অন্যতম সেরা বোলারও। তার দলে থাকা বিরাট সুবিধা। গত কয়েকটি ম্যাচে সে দারুণ পারফর্ম করছে। আশা করছি, সে এই ফর্মটা ধরে রাখবে।’
সাকিব ফর্মে ফেরার সঙ্গে সঙ্গে রংপুরও উঠেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি নিজেদের সর্বশেষ ৬ ম্যাচে জিতেছে। ৯ ম্যাচে সাত জয় নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমান ১৪ পয়েন্ট তাদের। রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে রংপুর।