হোম খুলনাচুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় মাদক উদ্ধার অভিযানে মিলল পিস্তল-গুলি ও টাকা

চুয়াডাঙ্গায় মাদক উদ্ধার অভিযানে মিলল পিস্তল-গুলি ও টাকা

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

অনলাইন ডেস্ক:

চুয়াডাঙ্গায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে পিস্তল, গুলি, চাকু ও নগদ টাকা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের বাগানপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে ঘটনার অভিযুক্ত রাজিবকে আটক করা হয়। রাজিবের বাড়ি শহরের মুক্তিপাড়া এলাকায়।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে ও উপ-পরিদর্শক (এসআই) সাহারা ইয়াসমিনসহ একটি ফোর্স শহরের বাগানপাড়ার একটি পাঁচতলা বাড়িতে অভিযান পরিচালনা করেন। ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে রাজিবকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় আলমারি তল্লাশি করে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ২টি দেশীয় অন্ত্র ও ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।

পরিদর্শক নাজমুল হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া আটককৃত রাজিবের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন