হোম জাতীয় চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, গ্রেফতার ভুয়া মেজর

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, গ্রেফতার ভুয়া মেজর

কর্তৃক Editor
০ মন্তব্য 81 ভিউজ

জাতীয় ডেস্ক:

বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, আনসার ভিডিপিসহ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজবাড়ী ও রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজবাড়ীর ভবানীপুর গ্রামের তাহের মণ্ডলের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৬) ও নওগাঁর লক্ষ্মীপুর গ্রামের মৃত আকিমুদ্দিনের ছেলে মো. আবু তাহের ওরফে ফয়সাল (৪২)।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) জি.এম. আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে রাজবাড়ীর শামীম মণ্ডল নামে এক চাকরি প্রত্যাশীর কাছ থেকে ১৪ লাখ টাকা দাবি করেন প্রতারক চক্রটি। প্রাথমিকভাবে তারা চাকরির জন্য শামীমকে ৭ লাখ টাকার চেক দিতে বলে। শামীম তাদের কথার ফাঁদে পড়ে ৭ লাখ টাকার চেক দিয়ে দেন। পরবর্তীতে শামীম বুঝতে পারেন তিনি প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। এরপর তিনি বিষয়টি আমাদের অবহিত করলে আমরা শফিকুলকে রাজবাড়ি থেকে ও আবু তাহেরকে তার ঢাকার বাসা থেকে গ্রেফতার করি।

এসপি বলেন, গ্রেফতারের সময় তাদের বাসা থেকে ভুয়া পরিচয়পত্র, চাকরি প্রত্যাশীদের ৫৩ টি সিভি, ৭টি ব্যাংক চেক, ১৩টি ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন ব্যাংকের ৫টি চেক বই, ৩টি ব্যাংক এটিএম কার্ড, ৯টি স্বাক্ষরিত নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং প্রতারণা করে হাতিয়ে নেয়া টাকার বিবরণ লেখা এমন একটি ডায়েরি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, খুব দ্রুতই পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু হবে। আইজিপি মহোদয় ও পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী চাকরি হবে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে।

পুলিশ বাদী হয়ে দুই প্রতারকের বিরুদ্ধে রাজবাড়ি সদর থানায় মামলা দায়ের করবেন বলেও জানান পুলিশ সুপার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন