হোম অন্যান্যসারাদেশ খাগড়াছড়িতে চার ইউপিডিএফ নেতাকে হত্যার ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক:

খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতা নিহতের ঘটনায় অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে পানছড়ি থানায় মামলা দায়ের করেন নিহত বিপুল চাকমার চাচা নিরুপম চাকমা। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুপুরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে চার নেতার ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর হয়েছে। এ ঘটনার পর থেকে এখনো নিখোঁজ রয়েছে ইউপিডিএফ এর ৩ নেতা।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের এর অনিল পাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন ইউপিডিএফ প্রসীত সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম লিটন চাকমা ও ইউপিডিএফ সংগঠক রুহিন বিকাশ ত্রিপুরা।

তাদের মরদেহ ১৯ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার বিকলে পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পানছড়ি থানায় নিয়ে আসে পুলিশ। দুর্গম এলাকা হওয়ায় মরদেহ উদ্ধারে দেরি হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনার পর থেকে এখনো নিখোঁজ রয়েছে ইউপিডিএফ এর সংগঠক নীতি দত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরা।

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে ই্উপিডিএফ (প্রসীত)। কর্মসূচির মধ্যে রয়েছে: ১৩-১৫ ডিসেম্বর প্রতিবাদ সমাবেশ ও শোকসভা এবং বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন, ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পানছড়ি বাজার বয়কট (প্রয়োজনে বয়কটের মেয়াদ বাড়াবে)। ১৭ ডিসেম্বর পানছড়ি উপজেলাব্যাপী সাধারণ ধর্মঘট এবং ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সড়ক অবরোধ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন