কিশোরগঞ্জ প্রতিনিধি :
আজ শনিবার ২২ মে বেলা ১২ টায় কুলিয়ারচর প্রেসক্লাব প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কুলিয়ারচরের স্থানীয় সাংবাদিকদের আয়োজনে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ, মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
“সাংবাদিকদের কলমকে শিকলে বাঁধার সকল কালো আইন বাতিল কর, করতে হবে” এ স্লোগান নিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের কুলিয়ারচর প্রতিনিধি হারুণ চৌধুরী, দৈনিক মানব জমিনের কুলিয়ারচর প্রতিনিধি এডভোকেট শাহ্ আলম, দৈনিক ইত্তেফাকের কুলিয়ারচর প্রতিনিধি রফিক উদ্দিন, দৈনিক আজকের পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, পিপল্স নিউজ এর ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন, দৈনিক আমাদের সময়ের কুলিয়ারচর প্রতিনিধি নাঈমুজ্জামান নাঈম, দৈনিক সরেজমিনের স্টাফ রিপোর্টার ফারজানা আক্তার।
বক্তারা এ সময় সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান। সে সাথে সাংবাদিকদের কলমকে শিকলে বাঁধার সকল কালো আইন বাতিল করার দাবিও জানান তারা। এ সময় কুলিয়ারচরের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।