হোম অন্যান্যসারাদেশ কুলিয়ারচরে রাস্তার দাবীতে এলকাবাসীর মানববন্ধন!

কিশোরগঞ্জ প্রতিনিধি :

আজ ১০ আগষ্ট বুধবার দুপুর ১২ টায় পুকুর হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় রাস্তা ভেঙ্গে পুকুরে বিলীন হয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।

আগরপুর পশ্চিমপাড়ায় আয়োজিত উক্ত মানববন্ধনে বিক্ষুব্দ এলাকাবাসীরা বলেন, ২৫ শতাংশ পুকুর ড্রেজার দিয়ে খনন করায় অন্তত ৩০ ফুট গভীর হয়ে গেছে। এখন পাড় ভেঙ্গে ভেঙ্গে পুকুরে পড়ে যাওযায় রাস্তা জন সাধারণের চলাচল অনুপযোগী হয়ে গেছে। এমতাবস্থায় প্রভাবশালী রহমত আলী গংদের বিচার দাবী করছি। সে সাথে স্থানীয় কর্তৃপক্ষের কাছে রাস্তাটি সংস্কারের জোর দাবী জানাচ্ছি।

তারা আরও বলেন, পুকুর হতে অবৈধভাবে বালু উত্তলন করায় (আগরপুর বাসষ্ট্যান্ড হাইওয়ে রোড হইতে আগরপুর পশ্চিমপাড়া ঈদগা মাঠ পর্যন্ত) রাস্তাটি মারাত্মকভাবে ক্ষতির সম্মুখিন হয়েছে। এতে প্রায় ৫ হাজার মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, রহমত আলী ওরফে গুরু অনেক প্রভাবশালী। বালু উত্তোলনে বাঁধা দিতে গেলে সে আমাদের প্রাণ নাশের হুমকী দেয়। সে খুনের মামলা সহ একাধিক মামলার আসামী। কিছুদিন আগে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করেন। এবং রাস্তা চলাচলের উপযোগী করে দিবে বলে মুচলেকা দিলেও দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও রাস্তাটি জনসাধারণের উপযোগী করে দেয়নি।

রহমত আলীর সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন