কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা তাদের ১১ তম গ্রেডে বেতন প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ এর আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন শেষে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ কুলিয়ারচর উপজেলা শাখার আহবায়ক মোঃ আলী আজগর ও সদস্য সচিব মোঃ আলিউল করিম, এর নেতৃত্বেসকল সদস্যদের অংশগ্রহণে ৫ দফা দাবি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে ৫ দফা দাবি মধ্যে নুন্যতম ১১ তম গ্রেডে বেতন প্রদান এবং কর্মচারীর সংখ্যা বৃদ্ধি, পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/ অফিস সুপার নির্ধারণ এবং কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, চাকুরীবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন এবং ম্যানেজিং কমিটিতে প্রতিনিধিত্ব পাওয়া, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত পদোন্নতি প্রদান ও সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি তুলে ধরেন।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবহেলা ও অবজ্ঞা করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনভাবে সম্ভব নয়। তারা অবিলম্বে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের ৫ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
s