কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় ক্লুলেস পপি (১৭) হত্যা মামলার রহস্য উদঘাটন, মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। গত (১৩ ডিসেম্বর) বরুড়া থানার মোঃ আলী হোসেন (৪৫) এর মেয়ে পপি আক্তার (১৭) বরুড়া থানাধীন সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় থেকে বাড়িতে এসে ছাগল চরাতে জমিতে যাওয়ার পর নিখোঁজ হয়। খোঁজাখুজির এক পর্যায়ে বরুড়া থানাধীন ১৩নং অদ্রা ইউপির সোনাইমুড়ী এলাকায় চান মিয়ার জমি সংলগ্ন খালের পানি থেকে পপি আক্তার (১৭) কে মৃত অবস্থায় উদ্ধার করার করা হয়।
পরে (১৫ডিসেম্বর) পপি আক্তার এর পিতা মোঃ আলী হোসেন বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার কুমিল্লার সার্বিক দিকনির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার, এ, কে, এম এমরানুল হক মারুফ এর নেতৃত্বে বরুড়া থানা পুলিশের একটি চৌকস টিম তদন্ত কার্যক্রম শুরু করে। স্থানীয় সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বরুড়া থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের সাথে জড়িত ফারুক হোসেন শামীমকে জিজ্ঞাসাবাদের পর উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং এ ঘটনার সাথে জড়িত অপর আসামী কাশেম হোসেন এর নাম জানান।
গ্রেফতারকৃত আসামীরা হলো: কুমিল্লা জেলার বরুড়া থানার সোনাইমুড়ি মহিষ পুকুরিয়া এলাকার মিজানুর রহমান এর ছেলে ফারুক হোসেন শামীম এবং একই এলাকার মৃত মনু মিয়ার ছেলে কাশেম হোসেন।