কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আপিলে আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল মজিদ এর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের শুনানি শেষে তার আপিল মঞ্জুর করে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
এসময় আওয়ামী লীগের থেকে মনোনয়ন বঞ্চিত, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল মজিদ বলেন, এবারের আওয়ামী লীগের নির্বাচনে এতে আরও বেশি দলের নেতাকর্মী ও হোমনা মেঘনা উপজেলার সাধারণ জনগণের কাছে কে জনপ্রিয়, নির্বাচনের মাধ্যমে বিচার হয়ে যাবে। আমি দীর্ঘ ২০/২৫ বছর আওয়ামী লীগের জন্য কাজ করছি এখন নেতাকর্মীর ঐকবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে উৎসবমুখর পরিবেশে ও কোয়ালিফায়েড নির্বাচনটা হতো।
এসময় তার কর্মীরা বলেন, হোমনা-মেঘনা আব্দুল মজিদ স্যারের সারা দেশের লক্ষ-কোটি ছাত্র-ছাত্রীর স্বপ্ন বাস্তবায়নের এক অনবদ্য কারিগর। আব্দুল মজিদ স্যার এর জন্য যদি হোমনা-মেঘনার স্যারের নিজ হাতে গড়া ছাত্র সমাজ মাঠে নামে আমার মনে হয় না স্যারের বিপুল ভোটে বিজয় হবেন।এছাড়া হোমমা ও মেঘনা ছাত্রলীগের একজন নগন্য কর্মী হিসেবে সাংগঠনিক বাধ্যবাধকতার কারনে ও ভিন্ন সংসদীয় আসনের বাসিন্দা হওয়ার কারনে আমি হয়তো সরাসরি আপনার জন্য ভোট চাইতে পারব না।তবে স্যার আপনার জন্য শুভ কামনা ও শ্রদ্ধা সবসময়। আপনার কাছে আমাদের মত বহু ছাত্র-ছাত্রীর অনেক ঋণ স্যার।পরম করুনাময় সৃষ্টিকর্তা আপনার সহায়ক হবেন এটাই প্রত্যাশা আপনি রাজনীতির মাঠের যোদ্ধা বহুবার সেটার প্রমান দিয়ে আজ আপনি সারাদেশে শিক্ষার ব্র্যান্ড অ্যাম্বাসেডর।এই যুদ্ধেও হোমনা ও মেঘনা উপজেলার তৃনমূলের জনগণের ভোটের মাধ্যমে বিজয় আপনার সুনিশ্চিত।জয় বাংলা জয় বঙ্গবন্ধু।