শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দারুসস শেফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে এক নারীর জরায়ু কেটে ফেলা তথা অপচিকিৎসার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।
প্রতিষ্ঠানটির ভুল চিকিৎসার বিষয়টি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ নড়ে চড়ে বসে উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগ। গঠন করা হয় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি। ঝিনাইদহ সিভিল সার্জন অফিস থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেনকে প্রধান করে একজন গাইনী কন্সালটেন্ট,একজন মেডিকেল অফিসার ও একজন অফিস সহকারী নিয়ে ৪ সদস্য বিশিষ্ঠ গঠিত তদন্ত কমিটিকে আগামী ১০ কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, যে গত ২৪ ডিসেম্বর ২০২৩ তারিখ নিয়ামতপুর ইউনিয়নের হরিগোবিন্দপুর গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী মোছাঃ সাথী খাতুনের সিজার করার সময় জরায়ু কেটে ফেলার অভিযোগ উঠে দারুস শেফা প্রাইভেট হাসপাতালের চিকিৎসক ডাঃ রোকসানা পারভীন এর বিরুদ্ধে। ভুক্তভোগীর স্বামীর অভিযোগের প্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায় ।