কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
“নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ “এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অরনা চক্রবর্তীর৷ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ কুমার প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।