কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
নানা আয়োজনে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। শনিবার( ৯ ডিসেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মাঠ চত্বরে পায়রা উড়ানো ও জাতীয় সংগীতের ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় সংগীতের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের শপথ পঠনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আজহার আলী, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ কুমার, কালিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,কালিগঞ্জ সরকারি কলেজের সহকারী শিক্ষক কাজী আব্দুল্লাহ, থানা মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।