হোম খুলনাঝিনাইদহ কালীগঞ্জে অগ্রনী ব্যাংকের রেভিনিউ স্টাম্পের টাকা গায়েব, রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র

কালীগঞ্জে অগ্রনী ব্যাংকের রেভিনিউ স্টাম্পের টাকা গায়েব, রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র

কর্তৃক Editor
০ মন্তব্য 79 ভিউজ

শিপলু জামান ,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের অবস্থান ধরে রাখতে সরকার দৃড় প্রতিজ্ঞ ।তাই বার বার প্রতিটি ব্যাংকে তাগিদ দেওয়া হচ্ছে টাকা পাচার,বেনামী ঋন বন্ধসহ খেলাপি ঋীনের চাপ কমানোর । সরকারের এসব নির্দেশনাকে বৃদ্ধাংগুলী দেখিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত রাষ্ট্রীয় অগ্রনী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আরিফ উদ্দিন । সরকার নির্ধারিত ৫০১ টাকা থেকে শুরু প্রতিটি বিদ্যুত বিলে রেভিনিউ স্টাম্প লাগানোর কথা থাকলেও এ শাখাতে অধিকাংশ বিদ্যুত বিলে তা লাগানো হয়না ।১৮-০৭-২২ সালে যোগদান করা আরিফ উদ্দিনের বিরুদ্ধে স্বজনপ্রীতি ,স্থানীয় প্রভাব খাটানো , ব্যাংকটির কর্মকর্তা বা কর্মচারীর কাজ উদ্দেশ্য প্রনোদিতভাবে ব্যাংক পাহারাদার দিয়ে করানো ও ব্যাংকে আসা গ্রাহকদের সাথে খারাপ আচরন করাসহ নানা অভিযোগ উঠেছে ।

সরজমিনে গিয়ে দেখা যায় ,ব্যাংকটির পাহারাদার শরীফুল ইসলাম রেভিনিউ স্টাম্প না লাগিয়ে গ্রাহকদের নিকট থেকে বিদ্যুত বিল নিচ্ছেন । বিদ্যুত গ্রাহকের হাজার হাজার টাকার হিসাবও রাখছেন এ পাহারাদার ।

এসময় খোজ নিয়ে আরো জানা যায় , শাখা ব্যবস্থাপকের আর্শীবাদপুষ্ট হওয়ায় পাহারাদার শরীফুল ইসলাম অগ্রনী ব্যাংক কালীগঞ্জ শাখার বিদ্যুত বিল নেওয়াসহ নানা গুরুত্বপূর্ন কাজ করে থাকেন ।

এ ব্যাপারে শরীফুল ইসলাম জানান ,স্যার আমাকে এ কাজ করতে বলেছেন ,এজন্য করছি ।কিছু জানার দরকার হলে আপনি স্যারের কাছে শোনেন ।

এ শাখায় বিদ্যুত বিল দিতে আসা শাহেদ আলী জানান ,আমরা শরীফুলের কাছেই বিদ্যুত বিল দিই ।তার কাছে লেনদেন করলেই সব হয় ।

এসময় ব্যাংকটির ভিতর কাগজপত্র হাতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান ,আমার কয়েকটি গরু পালন করি বাড়িতে ।এখান থেকে ঋন নিয়ে একটি ছোট গরুর খামার করার ইচ্ছা ছিল ।অথচ আজ একমাস ধরে ঘুরেও এখান থেকে ঋন পাচ্ছি না ।

অগ্রনী ব্যাংক কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক আরিফ উদ্দিন মুঠোফোনে জানান ,আপনি যে কথাগুলো বললেন তা অযোক্তিক ।আমি আর কিছু বলবো না ।

এ ব্যাপারে অগ্রনী ব্যাংকের জিএম (খুলনা) নুরুল হুদার সাথে মুঠেফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ।

উল্লেখ্য,কয়েব বছর পূর্বে অগ্রনী ব্যাংক কালীগঞ্জ শাখায় কৃষি ঋনে ব্যাপক জালিয়াতির অভিযোগে শাখাটির ৪ কর্মকর্তা চাকুরিচ্যুত হন ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন