কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও নবযাত্রা প্রকল্পের ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ডিজিটাল প্রজন্ম আমাদের প্রজন্ম এ বিষয়ের উপরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী সারমিন আহমেদ এশা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা নবযাত্রা ফিল্ড অফিস ম্যানেজার মোঃ আশিক বিল্লাহ, কালিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আবু ইউসুফ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, ইমাম মোঃ আব্দুল জলিল, মহিদুল ইসলাম।
কন্যা শিশু ও নারী অধিকার সুরক্ষায় আইন তুলে ধরেন নবযাত্রার মুক্তার হোসেন, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রার মোরশেদুল আলম খোকন।