কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা-২১’ ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্বাবধানে সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুল মিলনায়তনে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বের) সকাল ১০ টায় সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন গ্রুপে শতাধিক শিক্ষার্থী উভয় প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। প্রতিযোগীদের জ্ঞান অর্জনে বিজ্ঞান ভিত্তিক কুইজ ও অলিম্পিয়াডে অংশগ্রহন করায় শিক্ষার্থীদেরকে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিযোগীতায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আ: রব,আইসিটি শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।
প্রতিযোগীতা শেষে ’ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগীতার ফলাফলে জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করেন সরকারি পাইলট হাইস্কুলে নবম শ্রেণীর ছাত্র ফুয়াদ সালীম, দ্বিতীয় স্থানে বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শিহাব উদ্দীন,তৃতীয় স্থানে বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী অর্নবী পাল রিয়া, চতুর্থ স্থানে সরকারি পাইলট হাইস্কুলে দশম শ্রেণীর টিউলিপ সরকার পিউ, ৫ম স্থানে সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র নাফিউল ইসলাম।
সিনিয়ির গ্রুপে প্রথম স্থান দখল করেছেন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আহমেদ ইমতিয়াজ, দ্বিতীয় স্থানে শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুবাইয়া তারামুম মৃত্তিকা, তয় স্থানে আমানুল্লাহ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এস,এম মেশতাক কবির, ৪র্থ স্থানে সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বাপ্পী রঞ্জন দে ও ৫ম স্থানে সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী নাফিসা আবাসুম।
বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতার ফলাফলে ৩ শিক্ষার্থীর দলগত অংশগ্রহনে প্রথম স্থান অধিকার করেন সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দল, দ্বিতীয় স্থানে সরকারী পাইলট হাইস্কুল দল ও তৃতীয় স্থানে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন দল। উভয় প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন বলে জানা যায়।