কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় পানিতে ডুবে ৪ বছর বয়সী এক শিশুর অকাল মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সোমবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের উত্তর মুরারীকাটি গ্রামে। মৃত শিশু জোবায়ের হোসেন ওই গ্রামের আশরাফুল হোসেনের পুত্র। স্থানীয়রা জানায়, সোমবার বিকালে শিশু জোবায়ের (৪বছর) তার ভাই ইসরাফিলের (৬) সাথে বাড়িতে খেলা করার সময় পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরবর্তীতে বাড়ির পাশের এক মহিলা পুকুরে ওজু করতে গিয়ে জোবায়েরের নিথর দেহ পানিতে ভেসে থাকতে দেখে তাকে দ্রæত উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। রাত ১০টার দিকে নামাজে জানাজা শেষে শিশু জোবায়েরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আরও জানা যায়, শিশুটির বাবা ও মা দু’জনই ওই সময় স্থানীয় এক টালি কারখানায় কর্মরত ছিলেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।