হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার নবাগত ইউএনও রুলী বিশ্বাসের আগমনে শুভেচ্ছা ও মতবিনিময়

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগন সহ কর্মকর্তাদের সাথে নবাগত ইউএনও’র আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইষরামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার অমল কৃষ্ণ সরকার, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম নাহিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ,
আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তারসহ সকল দপ্তরের কর্মকর্তাগণ।

শুভেচ্ছা ও মতবিনিময়কালে নবাগত ইউএনও রুলী বিশ্বাস প্রথম কর্ম দিবসে উপজেলাবাসির সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন