হোম অন্যান্যসারাদেশ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

কর্তৃক
০ মন্তব্য 86 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া (সাতক্ষীরা) :
যথাযোগ্য মর্যাদায় ও বিনয় শ্রদ্ধায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার (১৫আগষ্ট) সকালে কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে র‌্যালি,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡রসহ সংলগ্ন এলাকার সড়কে শোক র‌্যালি শেষে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, ডাক্তার আসিফ আহম্মেদ , ডাক্তার মাহাদি আল মাসুদ, ডাক্তার অহেদুজ্জামান, ডাক্তার জাহিদ আলম, ডাক্তার গাজী আশিক বাহারসহ মেডিকেল অফিসারগণ ও নার্স-কর্মচারীবৃন্দ। সব শেষে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতাল মসজিদের মুয়াজ্জেন মনিরুল ইসলাম। এ দিকে, উপজেলার হিজলদী কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন