হোম অর্থ ও বাণিজ্য এসডিজি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান

এসডিজি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়, এজন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল আউয়াল।

মঙ্গলবার (৭ মে) বিজেআরআই-এর মানিক মিয়া এভিনিউর প্রধান কার্যালয়ে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা-২০২৪’ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বিজেআরআই মহাপরিচালক বলেন, দেশের বিজ্ঞানীদের সক্ষমতা রয়েছে এবং এসডিজি সংক্রান্ত সব প্রকল্প বাস্তবায়ন হলে বিজেআরআই ২০৩০ সালে এসডিজির লক্ষমাত্রা পূরণ করে কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে। তবে এসডিজি বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়, তাই সবাইকে একযোগে কাজ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় আরও জানানো হয়, বিজেআরআই’র এসডিজি অ্যাকশন প্ল্যানে অন্তর্ভুক্ত প্রকল্প হতে ৪টি প্রকল্প সমাপ্ত হয়েছে, দুটি প্রকল্প মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন এবং ১২ টি প্রকল্পের সব সদস্যকে দ্রুত ডিপিপি প্রণয়ন করে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (কারিগরি) ইঞ্জি. মো. মোসলেম উদ্দিন, পরিচালক (জুট-টেক্সটাইল) ড. ফেরদৌস আরা দিলরুবা, পরিচালক (কৃষি) কৃষিবিদ ড. নার্গীস আক্তার, পরিচালক (পিটিসি) ড. মাহমুদ আল হোসেন, পরিচালক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ ড. এস. এম. মাহবুব আলীসহ বিজেআরআই’র সব বিভাগের সিএসও, পিএসওসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন