জাতীয় ডেস্ক:
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে ঈদের ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রোববার (৩১ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করেছে কমিটি।
তিনি বলেন, কমিটির সুপারিশ সোমবার (১ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকেও উপস্থাপন করা হবে।
মোজাম্মেল হক বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে সড়কে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল করতে না পারে সে জন্য ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, শ্রমিকদের প্রাপ্য বেতন যাতে সময়মতো দেয়া হয় তার জন্য বন্ধের দিনও ব্যাংক খোলা রাখা হবে।