হোম অন্যান্যসারাদেশ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইবিতে মুবারক র‍্যালি

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইবিতে মুবারক র‍্যালি

কর্তৃক Editor
০ মন্তব্য 32 ভিউজ
ইবি প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের আয়োজনে শনিবার (০৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। পরে সেখানে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এসময় মিলাদুন্নবী উদযাপন পরিষদের আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মাহদী হাসান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, ‘আজকের এই দিনে রাসুল (সা.) এর আগমন ঘটেছে। তাকে যেই সমাজে পাঠানো হয়েছিল, সেই সমাজ ছিল অন্যায় জুলুম ও নিপীড়নে নিমজ্জিত। সেই ঘুণে ধরা সমাজে রাসূলের আগমন ছিল আলোকবর্তিকা স্বরূপ। তিনি বিশ্বকে একটি আদর্শ এবং নিরাপদ সমাজ উপহার দিয়েছিলেন।‌ রাসুলের আদর্শ ব্যক্তিগত জীবনে মেনে চলতে হবে এবং সমাজে বাস্তবায়ন করতে হবে। এক্যবদ্ধভাবে রাসুলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই রাসুলের ভালোবাসার প্রকাশ পাবে।’
মিলাদুন্নবী উদযাপন পরিষদের আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর বলেন, ‘রাসুলের আগমনের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজকের এই র‍্যালির আয়োজন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাসুলের আদর্শ ছড়িয়ে যাবে। মানুষ ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হবে। একটি আদর্শ সমাজ বাস্তবায়িত হবে। শিক্ষার্থীরা রাসুলের আদর্শ ও শিক্ষা নিজেদের জীবনে গ্রহণ করে একটি ইসলামী সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন