ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে হলের সামনে খেলার মাঠে ও টিভি কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডল ও আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল ‘পিলো পাসিং’। এতে হলের প্রায় শতাধিক আবাসিক ছাত্রী অংশগ্রহণ করে। পরে হলটির টিভি কক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়৷ এসময় কবিতা আবৃত্তি, নৃত্য ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা হয়।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, বহুদিন হলে তেমন কোনো আয়োজন করা হয় না। মহান বিজয় দিবস উপলক্ষে এবছর ক্রীড়াসহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই কার্যক্রম সফলভাবে শেষ করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য। হলে এ ধরণের প্রতিযোগিতাগুলো অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আগামী ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে আয়োজিত অনুষ্ঠানে এসকল প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে।