হোম অন্যান্যসারাদেশ ইবিতে প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবরে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ইবিতে প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবরে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার দুপুর ১২টার এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য।
এসময় তিনি বলেন, প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর সেখানে পর্যাপ্ত পানি নেয়া হবে এবং মাছের পোনা ছাড়া হবে। সরোবরের পাশে শহীদ মুগ্ধের একটি প্রতিকৃতি স্থাপন করা হবে। এভাবে সরোবরটিকে দর্শনীয় স্থানে পরিণত করা হবে।
পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বাস ইয়ার্ড প্রস্তুতের কাজ পরিদর্শন করেন। এসময় এস্টেট প্রধান মো. আলাউদ্দিন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আলীমুজ্জামান টুটুল সহ এস্টেট ও প্রকৌশল অফিসের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন