নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, সংকটকালীন সময়ে সুবিধাবঞ্চিতদের মধ্যে যারা সরকারি অন্যান্য সুযোগ-সুবিধার জন্য তালিকাভুক্ত হতে লজ্জা বা সংকোচ করছেন তাদের মধ্যে অনেকের ঘরে সরকারি ত্রাণ প্রতিদিন পৌছে দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, লজ্জা না করে Dc Satkhira Mostafa Kamal ফেইজবুক আইডির ম্যাসেজ্ঞারে নক করে ত্রাণ চাইতে পারেন বা ত্রাণ সম্পর্কিত সমস্যা সমূহ লিখে জানাতে পারেন।
শুক্রবার (৩ এপ্রিল) সারারাত ধরে শহরের বিভিন্ন এলাকায় নিন্ম মধ্যবৃত্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন ত্রাণ বিতরণ চলমান থাকবে। প্রয়োজনে আমাকে ইনবক্স করুন। লজ্জা বা সংকোচ করবেন না। সরকার আপনাদের জন্য সহায়তা দিয়েছে। কেউ যেন খাদ্য সংকটে কষ্ট না পায়।
জেলা প্রশাসক তাঁর সরকারি ফেইজবুক আইডিতে করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সবাইকে বাড়িতে থেকে সচেতন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে আহবান জানিয়েছেন। নিজেকে নিরাপদ রেখে নিজ পরিবার ও দেশকে ঝুঁকি মুক্ত রাখতে সকল কে সহোযোগিতা করার আহবান জানান তিনি।