আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে সাংবাদিক প্রভাষক আশিকের চাচা আ’লীগ নেতা শেখ শামীনুর রহমান শামীমের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ জোহর উপজেলার দরগাহপুরে শেখ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন মসজিদের সাবেক খতিব মাওঃ আব্দুল হান্নান।
শামীমের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়ীতে হাজির হন ও জানাযায় শরিক হন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, দরগাহপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ মিরাজ আলী, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, মরহুমের ভাতিজা অনলাইন নিউজ পোর্টাল দক্ষিণ বাংলার সম্পাদক প্রভাষক আশিকুর রহমান, খুলনা সদর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হোসেনুজ্জামান হোসেন, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি জি,এম আক্তারুজ্জামান, দরগাহপুর প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ, সম্পাদক রবিউল ইসলাম, ইউপি সদস্য শেখ বখতিয়ার হোসেনসহ মরহুমের আত্মীয় স্বজন ও অর্ধ সহশ্রাধিক মুসল্লীবৃন্দ।
জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ জুম্মা দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান হবে বলে তার পরিবার সূত্রে জানাগেছে। উল্লেখ্য, মৃত শেখ সামছুর রহমানের কনিষ্ঠ পুত্র পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সদালাপী ও পরপোকারী শামীম ২০১৭ সালে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে দীর্ঘদিন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত ১৩জুন হঠাৎ হৃদ রোগে আক্রান্ত হলে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে সোমবার তাকে বাড়ীতে ফিরিয়ে আনা হয়। মঙ্গলবার বিকাল ৪.৪৫ মিনিটে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সে উপজেলার দরগাহপুর ইউনিয়ন আ’লীগের দু দু’বার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন ও অধিকাংশ সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।