হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদানের নগদ অর্থ বিতরণ করলেন এবিএম মোস্তাকিম

আশাশুনিতে দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদানের নগদ অর্থ বিতরণ করলেন এবিএম মোস্তাকিম

কর্তৃক Editor
০ মন্তব্য 133 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আশাশুনিতে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদানের নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। মঙ্গলবার সকালে আশাশুনি সদর দুর্গা মন্দিরে আলোচনা সভা শেষে এ অনুদানের অর্থ বিতরণ করা হয়। আশাশুনি পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের টাকা বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ বৈদ্যের পরিচলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুবোধ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা ভূমিহনী সমিতির সভাপতি এমএম সাহেব আলী। বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১১ টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি এবিএম মোস্তাকিম বলেন, ধর্ম যার যার উৎসব সবার।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এ সময় তিনি সকলকে দুর্গোৎসবের শারদীয় শুভেচ্ছা জানান। এবছর আশাশুনি উপজেলায় ১০৪টি পূজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রত্যেক পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে ১৭ হাজার ৭শত ৫০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন