এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ সহায়তা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উত্তরণ স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং এফসিডিও’র সহযোগিতায় জরুরী ত্রাণ ও পুনর্বাসন এডভোকেসী কমিটি বিআরডিবি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এডভোকেসী কমিটির আহবায়ক কিশোরী মোহন বৈদ্যর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সদস্য সেলিনা আক্তার। লিখিত বক্তব্যে বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্থ ৮০৩৭টি পরিবার ও ভিটে মাটি ত্যাগ করে স্থায়ী-অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ৫৮৩ পরিবারকে যতদিন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরে না আসে ততদিন খাদ্য ও আনুষঙ্গিক সহযোগিতা প্রদান, দরিদ্র মানুষদের গৃহ পুনর্বাসনের ব্যবস্থা ও আগামী ঝড়-জলোচ্ছ¡াস মৌসুমের আগেই ভেঙ্গে যাওয়া অসমাপ্ত বাঁধ নির্মান, অতি ঝুঁকিপূর্ণ বাঁধ মজবুত করা এবং প্লাবিত রাস্তাগুলো মেরামত করার দাবী জানানো হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা ভূমি কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, নাগরিক সমাজের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, ভূমি কমিটির সেক্রেটারী ইয়াহিয়া ইকবাল, শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।