হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

আশাশুনিতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

কর্তৃক
০ মন্তব্য 111 ভিউজ

এমএম সাহেব আলী, আশাশুনি :

আশাশুনিতে করোনা সংকট মোকাবেলায় উপজেলার দিনমজুর ও অসহায় মানুষের মধ্যে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। রবিবার ৩৫০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে এ বি এম মোস্তাকিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংকট মোকাবেলায় জনগকে সচেতন করার লক্ষ্যে আমি দিন-রাত কাজ করে যাচ্ছি। এ সংকটময় মুহূর্তে মধ্যবিত্ত ও অসহায় মানুষ যাহাতে খাদ্য সংকটে না পড়ে এ জন্য আমি বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমার কাজ হচ্ছে জনগণের সেবা করা এজন্য আমি সবসময় নিজ জীবনের ঝুকি নিয়ে অর্থ দিয়ে প্রতিটা দূর্যোগ ও ক্রান্তিকালে জনগণের পাশে থেকে তাদের সেবা করে আসছি।

তিনি আরও বলেন, ঘাতক ভাইরাস করোনা থেকে নিজেকে, নিজের পরিবার তথা দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে সচেতনতা অবলম্বন করে ঘরে থাকতে হবে এবংমাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কাজ করতে হবে।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জগদীশ সানা,সমাজ সেবক ফকির মহিউদ্দীন, সাবেক ইউপি সদস্য মঙ্গল সরকার, যুবলীগ নেতা আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি এম এম সাহেব আলী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন